প্রতিটি দেশ এর সার্বিক অর্থনৈতিক অগ্রগতি, জীবন যাত্রার মান উন্নয়ন নির্ভর করে, সে দেশটির দক্ষ জনশক্তির উপর। প্রতিটি উন্নত জাতি ও দেশ তাদের উন্নয়নের মূলমন্ত্র খুজলে পাওয়া যায় সু শিক্ষা, প্রযুক্তিগত জ্ঞানের সঠিক ও সর্বোচ্চ ব্যাবহার। উন্নয়নশীল দেশগুলোকে তাদের মানের দ্রুত উন্নয়ন সম্ভব একমাত্র এই দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্বদব্যাবহার এর মাধ্যমে। সেই চিন্তায় এক ঝাক তরুন শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের ঐক্লান্তিক পরিশ্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদন ক্রমে ২০১১ ইং সালে নরসিংদীতে প্রতিষ্ঠিত হয়, “অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়রিং এন্ড টেকনোলজিতে স্বাগত ”। প্রতিষ্ঠার প্রথমথেকেই প্রতিষ্ঠানটিকে একটি সম্পুর্ণ সেবামূলক কার্যক্রমে পরিচালিত করে।
প্রতিষ্ঠানটি প্রথমত ০৩ (তিনটি – সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার) টেকনোলজি নিয়ে ছাত্রদের কার্য ক্রম শুরু করলেও বর্তমানে মোট ০৬ ( অটোমোবাইল, ইয়ার্ন, ফেব্রিক্স, সিভিল, ইলেকট্রিক্যাল ও কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি) তে কার্যক্রম পরিচালিত করছে।